মুঠোফোন

+88 01725003651

মাদরাসার নিয়মাবলী

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

ভর্তি প্রক্রিয়া
  • ৫০০/- (পাঁচশত) টাকার বিনিময়ে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে
  • ভর্তি ফরমের সাথে ৪ কপি পাসপোর্ট সাইজ ও ৪কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং প্রত্যয়নপত্র বা ছাড়পত্র জমা দিতে হবে।
  • একটি নির্ধারিত চুক্তিপত্রে অভিভাবক স্বাক্ষর করবেন
  • ছাত্রের মূল অভিভাবক ছাড়াও অনুর্ধ্ব দুইজন অভিভাবক প্রতিনিধি ছাত্রের দেখাশুনার জন্য তাদের ঠিকানা ভর্তি ফরমে উল্লেখ করবেন।
  • প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • ক্লাশ শুরু হবার ৩ মাস পূর্বে ভর্তি ফরম সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে জমা দেয়া।
ভর্তি পরীক্ষার ধরন
  • সম্মিলিত/একক পরীক্ষা
  • উভয় পদ্ধতিতে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ
যে সব বিষয়ে ভর্তি পরীক্ষা নেয়া হয়
বিষয নাম্বার
আরবি,আসমাউল হুসনা ১০
আদিয়ায়ে সালাত ও আদিয়ায়ে মাসনূনাহ ১০
ইংরেজি ১০
বাংলা ১০
গণিত ১০
সাধারণ জ্ঞান ১০
ওয়ার্ড বুক ১০
মৌখিক ১০
কুরআন তিলাওয়াত ও হিফজ ১০
মোট ১০০
 

অনাবাসিক শিক্ষার্থীদের নিয়মাবলী

  • অভিভাবকগণ যথাসময়ে মাদরাসায় শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন।
  • শিক্ষার্থীকে মাদরাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড পরিধান করে আসতে হবে।ছাত্র-ছাত্রী ক্লাসে বসার ব্যাপারে শ্রেণী শিক্ষক মেইনটেইন করবেন, এ ব্যাপারে কোন অভিভাবক হস্তক্ষেপ করতে পারবেন না
  • মাদরাসা বন্ধকালীন সময় অভিভাবক নিজ দায়িত্বে বাসায় পড়া-লেখার ব্যবস্থা করবেন।
  • কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন।
  • কোন কারণে অনুপস্থিত থাকলে লিখিত দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে।
  • বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করতে হবে।
  • শিক্ষাথীকে বাসা থেকে মাদরাসায় আনা নেয়ার ব্যবস্থা অভিভাবক নিজ দায়িত্বে করতে হবে।
  • অভিভাবক সমাবেশে হাজির থাকবেন ও গরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।
  • নিয়মিত নোটিশ বোর্ড পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিবেন।
 

আবাসিক শিক্ষার্থীদের নিয়মাবলী

  • পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে পড়তে হবে, সেই সাথে সম্পূর্ণরূপে সুন্নতের পাবন্দী করতে হবে
  • নিজের রুম, সীট, জামা-কাপড় গুছিয়ে ও পরিষ্কার রাখতে হবে
  • মাদরাসায় প্রবেশ ও বাহির হতে হলে অবশ্যই পাঞ্জাবী, টুপি ও পায়জামা পরিহিত থাকতে হবে
  • প্রতিষ্ঠানের কোন আসবাবপত্র বা সম্পদ নষ্ট করলে ক্ষতিপূরণ/জরিমানা দিতে হবে
  • মোবাইলসহ যেকোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রাখা ও বহনকরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
  • কোন সমস্যা হলে শ্রেণী শিক্ষককে অথবা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে
  • শিক্ষার্থীর নিকট কোন টাকা-পয়সা রাখা যাবে না
  • অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমতি নিতে হবে
  • যথাসময়ে খাদ্য গ্রহণ করতে হবে
  • মাদরাসা ত্যাগ এবং মাদরাসায় প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না
  • আবাসিক ছাত্রদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। এক্ষেত্রে অভিভাবকের কোন এখতিয়ার থাকবে না।
 

আবাসিক শিক্ষার্থীর সাথে সাক্ষাতের নিয়ম

  • প্রতি জুমাবার সকাল দশটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে।
  • সাক্ষাতপ্রার্র্থীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, রোল নাম্বার শ্রেণি, আইডি নং শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরন উল্লেখ করতে হবে।
  • রাতের বেলা (মাগরিবের পর) কোনক্রমেই সাক্ষাত করা যাবে না
  • বিশেষ প্রয়োজনে আসর থেকে মাগরিব পর্যন্ত ছাত্রদের সাথে সাক্ষাত ও ফোনে কথা বলা যাবে।
  • ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাত, বাসায় নেয়া বা ফোন করতে পারবেন না।
  • মহিলা অভিভাবক সম্পূর্ণ পর্দা ও শালীনতার সাথে সাক্ষাত করতে আসবেন
  • কোন অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ব্যতীত ছাত্রদের শ্রেণীকক্ষে ও আবাসিক রুমে প্রবেশ করতে পারবেন না।
  • অনির্ধারিত ছুটিতে ছাত্রকে বাসায় নিতে হলে আগেই ফোনে জানাতে হবে সেই সাথে ছুটির উল্লেখযোগ্য কারণ দেখিয়ে দরখাস্ত লিখতে হবে অন্যথা ছুটি পাওয়া যাবে না।
  • মনে রাখতে হবে, ঘন ঘন বাসায় নেয়া ও ফোন করা, ছাত্রের পড়া লেখার জন্য ক্ষতিকর।
 

শিক্ষার্থীদের সংশোধন পদ্ধতি

শিক্ষার্থীকে সংশোধন করার জন্য যা করা হবে-
  • নসিহত করা
  • ব্যক্তিগতভাবে মোটিভেশন করা
  • ক্রটিপূর্ণ বিষয়ে সতর্ক করা
  • Punishment এর আওতায় আনা, অভিভাবকসহ বসা এবং লিখিত অঙ্গিকারনামা নেয়া
  • এরপরও সংশোধিত না হলে T.C দেয়া হবে।