মুঠোফোন

+88 01725003651

কেন আল- হেরা মাদরাসায় আপনার সন্তানকে পড়াবেন?

আমাদের বেশিষ্ট্যসমূহ-

* সম্পূর্ণ প্রািইভেট মুক্ত

* মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান।

* হেফজ শাখার পাশাপাশি পর্যায়ক্রমে (চতুর্থ শ্রেণি থেকে এস.এস.সি ) স্কুল কারিকুলাম অনুযায়ী শিক্ষা বোর্ডের আওতায় সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করার সুব্যবস্থা।

* প্রতি ক্লাশে ৩০ জন শিক্ষার্থী।

* ডিজিটাল হাজিরার মাধ্যমে উপস্থিতি নির্ণয় ও এসএমএস সুবিধা।

* দুই শিফটে ক্লাশ : সকালে আরবী সাবজেক্ট, বিকেলে জেনারেল সাবজেক্ট।

* প্রতিটি ক্লাশে ‍ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

* প্রতিটি শিক্ষার্থীকে ডিজিটাল আইডি কার্ড (পরিচয়পত্র) প্রদান করা হবে।

* নির্দিষ্ট শিক্ষকের মাধ্যমে ছাত্র- ছাত্রীদের শরীর চর্চা (পিটি) এর ব্যবস্থা করা হয়।

* প্রতিটি শিক্ষার্থীকে ইংরেজিতে কথা বলার উপযোগী করে গড়ে তোলা হবে।

* ১৫ দিন বা ১ মাস পর পর শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

* হাতের লেখা দ্রুত ও সুন্দর করার প্রতি বিশেষ গরুত্ব প্রদান।

সাপ্তাহিক/ মাসিক পরীক্ষঅর মাধ্যমে ছাত্র/ ছাত্রীদের মেধা যাচাই করা।

* দুর্বল শিক্ষার্থীদের উপর বিশেষ গরুত্ব প্রদান করা হয়।

* পর্যায়ক্রমে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা।

* আবাসিক শিক্ষার্থীদের প্রতি মাসেই মেডিকেল চেকআপ করা হবে।